মেয়েদের উপার্জিত অর্থের নিয়ন্ত্রণ পুরুষদের হাতেই                          

বহু মেয়ে এখন উপার্জন করেও অর্থটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। কেউ মনে করেন স্বামী তাঁর অভিভাবক, তাঁর মালিক। তাই তাঁর উপার্জিত অর্থেরও মালিক। কেউ বা উপার্জনের টাকা দিতে না চাইলেও স্বামী জোর করে আদায় করেন। অর্থ নিজের নিয়ন্ত্রণে না রাখতে পেরে অনেক মেয়ে পড়ছেন বিপদে।

by     আফরোজা খাতুন | 01 June, 2020 | 1120 | Tags : patriarchy gender economic equality labour